সাউদার্ণ মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

দুর্যোগ ও জরুরী অবস্থায় হাতের নাগালে মানসিক স্বাস্থ্যসেবা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে বুধবার হাসপাতালের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে মানসিক রোগ বিভাগের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাফিকা আফরোজ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জয়ব্রত দাশ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. শফিউল হাসান। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জসীম উদ্দীন, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মেহেরুনেছা খানম, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল স্পেস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন চুয়েটের টিম এসরো
পরবর্তী নিবন্ধকর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সভা