শ্রীলংকার রাজধানী কলম্বোতে চলমান সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৩টি স্বর্ণ পদক সহ মোট ২৫ টি পদক পেয়েছে বাংলাদেশ কারাতে দল। যেখানে ৩টি স্বর্ণ পদক ছাড়াও রয়েছে ৮টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ পদক। স্বর্ণ পদক প্রাপ্তরা হলেন অনূর্ধ্ব–২১ বছর বয়সী এবং অনূর্ধ্ব–৫০ কেজি ওজন শ্রেণিতে তায়েম হাওলাদার। অনূর্ধ্ব–২১ বছর বয়সী এবং অনূর্ধ্ব–৫৫ কেজি ওজন শ্রেণিতে সানজিদা সিদ্দিকা সুভা। অনূর্ধ্ব–৪৫ কেজি ওজন শ্রেনীতে শেখ রহিম। রৌপ্য পদক প্রাপ্তরা হলেন তায়েম হাওলাদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মো. জুনায়েত, রাবেয়া সুলতানা মিম, মো. ফেরদৌস, মিন্টু দে, সিয়াম হোসাইন, ইরফান হোসাইনা। ব্রোঞ্জ পদক প্রাপ্তরা হলেণ ৫৫ কেজি ওজন ম্রেনীতে সানজিদা সিদ্দিকা সুভা, সুচনাইলফ, সিমা জামান, নুসরাত জাহান মিম, মোহাম্মদ হাসান খান, সামিউল ইসলাম, মো. জুনায়েত, হুমায়রা আকতার অন্তরা, মোহাম্মদ শওকত আলি দুই ইভেন্টে, এস এম ইমাম হাসান বিন কাশেম, মনিষা শংকর পাল এবং পুরুষ দলগত এবং মহিলা দলগত ইভেন্টে। শ্রীলংকা সফররত বাংলাদেশ দলের দলনেতা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম এ তথ্য নিশ্চিত করেছে। তিনি আরো জানিয়েছেন দশম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা আগামী বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ভেন্যু হবে ঢাকা।