সাউথ এন্ড চ্যাম্পিয়ন, রানার আপ শোভানিয়া

সিজেকেএস তৃতীয় বিভাগ ফুটবল লিগ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এবারের লিগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ এন্ড ক্লাব এবং রানার্স আপ হয়েছে মাদারবাড়ী শোভানিয়া ক্লাব। দুটি দলই আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ নেবে।

গতকাল প্লে অব পর্বের তৃতীয় খেলায় মাদারবাড়ী শোভানিয়া ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। এ জয়ের ফলে শোভানিয়া ক্লাব ২ এবং বাঁশখালী উপজেলা ১ পয়েন্ট লাভ করে। নিজেদের প্রথম খেলায় শোভানিয়া টাইব্রেকারে সাউথ এন্ড ক্লাবকে হারিয়ে ২ পয়েন্ট লাভ করেছিল। ফলে এ পর্বে দুই খেলায় তারা ৪ পয়েন্ট লাভ করে। এদিকে সাউথ এন্ড ক্লাব নিজেদের প্রথম খেলায় টাইব্রেকারে শোভানিয়ার কাছে হেরে ১ পয়েন্ট লাভ করেছিল। দ্বিতীয় ম্যাচে তারা সরাসরি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ৩ পয়েন্ট পায়। ফলে দুই খেলা শেষে তারাও মোট ৪ পয়েন্ট অর্জন করে। শোভানিয়া ও সাউথ এন্ড ক্লাবের মোট পয়েন্ট সমান হয়ে যাওয়ায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ নির্ধারণের জন্য টসের ব্যবস্থা করা হয়। এতে ভাগ্যের ছোঁয়া পায় সাউথ এন্ড ক্লাব। তারাই এবারের লিগ শিরোপা জয় করে নেয়। অন্যদিকে রানার্স আপের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মাদারবাড়ী শোভনীয়া ক্লাবকে।

গতকালের খেলায় সমীকরণ ছিল এমন- সরাসরি জিতলে বাঁশখালী উপজেলা ৩ পয়েন্ট পেয়ে রানার্স আপ হবে এবং তারাই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হবে। অন্যদিকে ন্যূনতম ড্র হলেই শোভানিয়া ক্লাবের চলবে। সেক্ষেত্রে তারা রানার্স আপ হবে কিংবা চ্যাম্পিয়নের দাবী করতে পারবে। এক্ষেত্রে হয়েছে শেষেরটিই।

গতকাল প্রতিদ্বন্দ্বিতাময় খেলায় শোভানিয়া এবং বাঁশখালী উপজেলা উভয়েই সুযোগ পেয়েছিল গোল করার। তবে বাঁশখালীই বেশি সুযোগ পায়। খেলার প্রথমার্ধে বাঁশখালীর শাহ অলিউল্লাহর চমৎকার ফ্রি কিক ক্রসবার ঘেঁষে চলে যায়। দ্বিতীয়ার্ধে দু’দলের আক্রমণ প্রতি আক্রমনে খেলা জমে উঠে। এ অর্ধেও বাঁশখালীর শাহ অলিউল্লাহর একটি ফ্রি কিক বক্সে পেয়ে আলি রাজ মিশকাত গোল করতে ব্যর্থ হয়। খেলার শেষের দিকে শাহ অলিউল্লাহর বাড়িয়ে দেয়া বল গোলমুখে এলে তাতে পা লাগাতে ব্যর্থ হন উপস্থিত দুই খেলোয়াড় লিটন দেব এবং মো. মঞ্জুরুল। সুযোগ হারিয়ে আর গোল দেওয়া সম্ভব হয়নি বাঁশখালীর।

অন্যদিকে প্রথমার্ধে শোভানিয়ার আবদুস সোবাহান জুয়েলের প্রচেষ্টাও নষ্ট হয়। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ইরফাতুর রহমানের বাঁ পায়ের শট গোলের বাইরে গেলে বঞ্চিত হয় শোভানিয়া। টাইব্রেকারে শোভানিয়ার পক্ষে মিসবাতুল ইসলাম,জিয়াউল হক, তাসদিদ এবং মো. ইমন গোল করেন। অন্যদিকে বাঁশখালী উপজেলার পক্ষে মো. আলি রাজ মিশকাত, মো. রায়হান এবং রিন্টু বড়ুয়া গোল করেন। তাদের হয়ে গোল করতে ব্যর্থ হন মো. মঞ্জুরুল এবং রাসেল ইকবাল। গতকাল খেলা শুরুর আগে প্রয়াত ক্রীড়া সংগঠক সেলিম আসলাম সোহেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত খেলোয়াড়,কর্মকর্তা এবং দর্শকবৃন্দ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় ও সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ কোষাধ্যক্ষ মো. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, মো. ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, দিদারুল আলম।

পূর্ববর্তী নিবন্ধহকিতে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৬২ কোটি টাকা