সিজেকেএস-সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে সাউথ এন্ড ক্লাবের অনুশীলন শুরু হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল সোমবার অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ শফিউল আলম (বাদশা)।
সাউথ এন্ড ক্লাবের সভাপতি মশিউল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, ক্রীড়া সংগঠক সাইফুল আলম, আবদুল মোমেন বাবু, মোশাররফ হোসেন লিটন, আশু বড়ুয়া, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ জাহেদ, কোচ নূর হোসেন দৌলত, সন্দ্বীপ ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মো. শাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সাউথ এন্ড ক্লাবের সাবেক সভাপতি, বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ডেরিক র্যান্ডলফের সুস্থতা কামনা করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।