সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

ক্লিন চট্টগ্রাম গঠনে ছাত্রদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং ছাত্রছাত্রীরাই হবে আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাই ছাত্রছাত্রীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে চসিক তার বিভিন্ন কর্মসূচি অব্যাহত এবং গতিময় রাখবে’সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গতকাল ৮ ফেব্রুয়ারি এ কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মন্‌জুরুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথপয়েন্ট ফাউন্ডেশনের এঙিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার আবুল লুবাব মোহাম্মদ মিসবাহুল মুনির, সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. আবু তাহের। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের নিয়মিত বার্ষিক আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধক্রিকইনফোর বিপিএল একাদশ
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু বাংলাদেশের