সাউথইস্ট গ্রুপ ও ডলবম কোরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ঢাকার বনানিতে অবস্থিত সাউথইস্ট গ্রুপ কর্পোরেট অফিসে এ স্মারক স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো কোরিয়ায় পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ‘নো ভিসা নো ফি’ নীতির আওতায় কোরিয়ায় পড়াশোনার সাথে ১০০% চাকরির নিশ্চয়তা প্রদান।
চুক্তির আওতায় থাকছে–শিক্ষার্থীরা কোরিয়ায় পৌঁছালে অনুমোদিত প্রতিনিধিরা বিমানবন্দর থেকেই তাদের রিসিভ করবে। বিমানবন্দর থেকে শিক্ষার্থীদের নির্ধারিত ডরমিটরিতে নিরাপদ ও পূর্ব–নির্ধারিত পরিবহন সুবিধা প্রদান করা হবে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অংশীদার বিশ্ববিদ্যালয়ের উপলব্ধ স্কলারশিপ সুযোগ পেতে শিক্ষার্থীদের সহায়তা করবে অনুমোদিত প্রতিনিধিরা। অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর জন্য ১০০% নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, সাউথইস্ট গ্রুপ ১৯৯৪ সাল থেকে অভিবাসন সেবায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি কানাডার বিভিন্ন স্ট্রিমে ইমিগ্রেশন প্রসেসিং, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন সেবা এবং নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায়ও কাজ করছে–যা তাদের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ও পেশাদার সেবার প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।











