সাইলেন্সার পাইপের ভেতর রাখা ছিল কোটি টাকার ইয়াবা

প্রাইভেট কার চালক আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের জবলে নূর জামে মসজিদ এলাকায় প্রাইভেট কার থেকে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর বাজারমূল্য প্রায় কোটি টাকা। প্রাইভেট কারের সাইলেন্সার পাইপের ভেতর বিশেষ কায়দায় রাখা ছিল এসব ইয়াবা। এ সময় কার চালক মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তিনি গাজীপুরের সদর থানার ভারারুল বটতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

গত শুক্রবার চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে এ বিপুল পরিমাণ ইয়াবাসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বলেন, মো. আনোয়ার হোসেন ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা কঙবাজার থেকে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা এবং গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন জায়গার মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রাইভেট কারের সাইলেন্সার পাইপের ভেতর ১৭২টি বায়ুরোধক পলিজিপার প্যাকেটে রাখা ছিল বলেও জানান সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েল ও গাজায় ব্যাপক সংঘর্ষ
পরবর্তী নিবন্ধ‘আমাকে তো ধরতে পারার কথা নয়’