সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলের উত্তরে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানল মোকাবেলায় বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
প্রায় ৮ লাখ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমিতে থাকা ২ হাজারের মতো দমকলকর্মীকে হিমশিম খেতে হচ্ছে, তাপপ্রবাহ এবং তুমুল বাতাসও তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়েচে ভেলে। দমকলকর্মীদের সাহায্যে বুধবার সামরিক বিমান মোতায়েন করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আকাশ থেকে পানি ফেলতে সাখা-ইয়াকুতিয়া অঞ্চলে ইলিউশিন টু-৭৬ পরিবহন বিমান পাঠিয়েছে।
দমকলকর্মী পরিবহন এবং কোন অগ্নিকুণ্ডটি সবচেয়ে ভয়াবহ তা বের করতে সামরিক বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। দাবানল মোকাবেলার দায়িত্বে থাকা রুশ সংস্থা আভিয়ালেসুখরানা ইয়াকুতিয়ার অবস্থাই সবচেয়ে খারাপ বলে মঙ্গলবার জানিয়েছিল। ইয়াকুতিয়ায় ১৪৪টি অগ্নিকুণ্ড এরই মধ্যে ৫ লাখ ৭৮ হাজার হেক্টর বন পুড়িয়েছে। দমকলকর্মীদেরকে এখন সাইবেরিয়ায় প্রায় ৩০০টির মতো অগ্নিকুণ্ডকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে হচ্ছে।