সাবেক সংসদ সদস্যের মেয়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল থেকেও জামিন পেলেন রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহী।
গতকাল দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ফজলে এলাহী। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির তার আবেদন মঞ্জুর করেন। খবর বিডিনিউজের।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফজলে এলাহীকে রাঙামাটির আদালত জামিন দিয়ে সাতদিনের মধ্যে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল থেকে জামিন নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
তিনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।