ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের ‘সাইবার ক্রাইম ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা বলেন, বিশ্বের সাথে যোগাযোগের জন্যে সাইবার মাধ্যমের বিকল্প নেই। দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাড়ছে সাইবার ক্রাইমের ঝুঁকিও। এ ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধের জন্য ব্যক্তি থেকে রাষ্ট্র সবাইকে যার যার অবস্থান থেকে সতর্ক ও সাবধান হতে হবে। দেশ ও জাতিকে সচেতন করতে হবে। অপরাধ রোধে সচেতনসমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল অব ডিস্ট্রিক্ট ৩৪৫ এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মিসেস শারমিন রহমান। তিনি বলেন, ফেসবুক এক ধরনের নেশা। এ আসক্তি থেকে আমাদের যুব সমাজকে সরিয়ে আনতে হবে।
অতিথি আলোচক ছিলেন সিএমপির এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশীদ, ইনফরমেশন সার্ভিস, এডিমন অ্যান্ড ইএইচএসএম অব এক্সপেডিটারস বাংলাদেশ লি. মোহাম্মদ ওমর ফাহাদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান। সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নাসরিন নাহার রুনা। বক্তব্য দেন, আইআইডব্লিউ পাস্ট বোর্ড ডাইরেক্ট দিলরুবা আহমেদ, অ্যাড. সায়েম মো. নাছিম। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনার হুইল অব ডিস্ট্রিক্ট–৩৪৫ এর প্রাক্তন চেয়ারম্যান খালেদা আউয়াল। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আসমা নেওয়াজ আহমেদ। ইনার হুইল শপথ বাক্য পাঠ করেন আইএসও উম্মে সারা আনিকা এবং পবিত্র কোরআন তেলোয়াত করেন পাস্ট প্রেসিডেন্ট শামসুন্নাহার আনোয়ার। প্রেস বিজ্ঞপ্তি।