সাইফুল হত্যার ঘটনায় আরও আটজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সহিংসতা ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সারাদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নামপরিচয় জানা যায়নি। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনকে সহিংসতার ঘটনায় ছড়িয়ে পড়া ছবি থেকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ৩৫ জনকে। তবে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এখন পর্যন্ত (গতরাত ১১ টা) মামলা দায়ের হয়নি জানিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ দৈনিক আজাদীকে বলেন, পরিবারের লোকজন এখনো থানায় আসেননি। মামলার প্রস্তুতি চলছে। নগরীর কোতোয়ালী থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গত সোমবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। সেখানে তার জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত সেটি নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যখন তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ তখন গতিরোধ করে তার সমর্থকরা প্রিজন ভ্যানের চারপাশে শুয়ে বসে পড়েন। দীর্ঘ আড়াই ঘণ্টার পর পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। এসময় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষের ঘটনা ঘটে। নগরীর কোতোয়ালী মোড়, আদালত সম্মুখ স্থল ও লালদীঘি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আদালত সম্মুখের অদুরের মেথরপট্টি এলাকায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবহিষ্কৃত চিন্ময়ের কোনো দায় নেবে না ইসকন
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানায় নতুন ওসি