সাইনবোর্ড বাংলা না লেখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

সাইনবোর্ডে বাংলা না লেখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। দন্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে লালখান বাজার মোড় এলাকার লাইফ স্টাইল ফ্যাশন ওয়্যারকে ৫ হাজার টাকা ও কমপ্লিট কিচেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধডা. মো. আলী রেজার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত