সাইনবোর্ড বাংলায় না লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:২৮ অপরাহ্ণ

সাইনবোর্ডে বাংলা না লেখায় নগরে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টেডিয়াম মার্কেটের শাহ আমানত ট্রেডার্স ও বিওকিউ-কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, সুইস এরাবিয়ানকে দুই হাজার টাকা, সিআরবি রোডস্থ সুগার বানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা
পরবর্তী নিবন্ধ“এদেশের সৃষ্টি ও উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই”