সাইনবোর্ডে বাংলা না লেখায় নগরের শুলকবহরে একটি গাড়ির শো-রুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যজিস্ট্রেট মারুফা নেলী। তিনি দৈনিক আজাদীকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মেনে সাইনবোর্ডে বাংলা না লেখায় শোলকবহরস্থ প্রোটোন পিএইচপি মোটরস লিমিটেডকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।












