সাইদ শ’ মায়া | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ তাকে দেখতে বনে হারিয়ে ফেলা রাস্তার মতো লাগছে পকেট থেকে অতীত বের করে মিলিয়ে নিই না, চেনা যাচ্ছে না দাউদাউ–ঝাউমনে উজ্জ্বল জ্যোৎস্না লেগে আছে কুয়াশার ভেতর দ্রুত পা ফেলে বাড়ি ফিরছে চাঁদ…