সাইড দিতে গিয়ে উল্টে গেল টমটম,সেলসম্যান নিহত

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের গাছবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা অপর গাড়িকে সাইড দিতে গিয়ে টমটম উল্টে মোহাম্মদ রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়ায়স্থ বরুমতি ব্রিজের (মাজার পয়েন্ট সেতু) উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর ৮নং ওয়ার্ড মসজিদ মার্কেট এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অপর ১ জন আহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাসেল ও অপর আহত আরোহী একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান। ঘটনারদিন রাতে তারা টমটমে করে মালামাল সরবরাহ করছিল। ৮টার দিকে তাদের বহনকারী টমটমটি মহাসড়কের বরুমতি ব্রিজের উপর উঠলে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ডিভাইটারের সাথে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অপর আহতের পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঅন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে