সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে হুপস ফোর লাইফ আয়োজিত বাস্কেটবল টুর্নামেন্ট গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। স্কুলের বাস্কেটবল কোর্টে বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় প্লাসিডিয়ান ফায়ার দল ৫১-৩৬ পয়েন্টের ব্যবধানে প্লাসিডিয়ান গোল্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দু’দিনব্যাপী এ টুর্নামেন্ট গত শুক্রবার ৮টি দলকে নিয়ে শুরু হয়েছিল। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাইডার স্কুলের শিক্ষক মো. লুৎফুর রহমান। গতকাল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে রানার্স আপ দল প্লাসিডিয়ান গোল্ড দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং ১০,০০০ টাকার চেক তুলে দেন সিদরাতুল মুনতাহা এবং চারিথ আভিষেক।
চ্যাম্পিয়ন প্লাসিডিয়ান ফায়ার দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং ২০,০০০ টাকার চেক তুলে দেন আয়োজক কমিটির রাজর্ষি সিনহা,মাসরুর মাহমুদ,সিয়াম জাওয়াদ, সামির আলম এবং আদিশ মাইকি। এরা সবাই সাইডার স্কুলের প্রাক্তন ছাত্র। তাদের আয়োজনেই প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
তাদের সহযোগিতা করেন ক্রীড়া শিক্ষক দেবু চৌধুরী। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ক্রিস্টোফারের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল দৈনিক আজাদী।