সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে চারদিন ব্যাপী বিজ্ঞান ও আইটি উৎসব

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

সাইডার ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত চারদিন ব্যাপী ‘বিজ্ঞান ও আইটি উৎসব২০২৫২৬’ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সমাপনী পর্ব শেষ হয়। সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের নির্বাহী পরিচালক জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠি। উপস্থিত ছিলেন জুনিয়র স্কুল প্রিন্সিপাল ড. নিতি ত্রিপাঠি। এদিন সিক্স হতে এ টু ক্লাসের শিক্ষার্থী প্রতিযোগিরা তাদের প্রজেক্ট প্রদর্শন করে। বিজ্ঞান অনুষদের ফিজিক্স কেমেস্ট্রি ও বায়োলজিসহ আইসিটি, অ্যানভায়নমেন্ট ম্যানেজমেন্টের নানা বিষয়ের উপর নির্মিত অসাধারণ সব প্রজেক্ট উপস্থাপিত হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ ফোরকান। বিচারক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ নূরুদ্দিন মাহমুদ, . মো. সাইফুল আলম, সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হেসেন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ আল ফোরকান শিক্ষার্থীদের বিজ্ঞান সাধনার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন সাইডারের এমন মহতী উদ্যোগআয়োজন অব্যাহত রেখে দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করে যাবে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ও মেডেল তুলে দেন অতিথি ও বিচারকরা। বিজ্ঞান ও আইটি উৎসব আয়োজনের কনভেনর ছিলেন শিক্ষক মিস মাহফুজা হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অসীম দত্ত টিটু। সেকশন কোর্ডিনেটর প্রাণেশ রঞ্জন দাশএর কৃতজ্ঞতা জ্ঞাপন বক্তৃতার মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি হয়। উল্লেখ্য বিজ্ঞান ও আইটি উৎসবে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রথম দিন (৩১ আগস্ট) কোডিং প্রতিযোগিতার আয়োজন হয়। এ, বি, সিতিনটি ক্যাটাগরিতে ক্লাস সেভেন হতে এ টু ক্লাসের প্রতিযোগিরা এতে অংশ নেয়। দ্বিতীয় দিন (১ সেপ্টেম্বর) কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে সিঙ হতে এ টু ক্লাসের শিক্ষার্থীরা স্কুলের চারটি হাউজ যথাক্রমে ড্রাগন, ফিনিঙ, গ্রিফিন এবং ইউনিকর্ন এর হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তৃতীয় দিন (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় রুবিকস কিউব কম্পিটিশন (প্রাইমারি রাউন্ড)। সিঙ হতে এ টু ক্লাসের শিক্ষার্থীরা যথাক্রমে মিডল ও আপার গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নির্বাচন চান সাধারণ ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম ও সমাবেশ