সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বিজয় দিবস বার্ষিক ক্রীড়ানুষ্ঠান গত ১৬ ডিসেম্বর শুক্রবার উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান নাদের খান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর রবিউল হোসাইন এবং অধ্যক্ষ জি.সি. ত্রিপাঠী। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির সূচনা হয়।
এরপর পর্যায়ক্রমে মশাল প্রজ্জ্বলন, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর শারীরিক নৈপুণ্য প্রদর্শন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মিস নীতি ত্রিপাঠী।