সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় অর্জন

আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই পরীক্ষায় দেশ সেরা হবার গৌরবজনক, অনন্যসাধারণ ফলাফল করেছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের দুই কৃতী শিক্ষার্থী। গত ৯ ডিসেম্বর ঢাকার বসুন্ধরাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) হলে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন। এ বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান। এছাড়া অনষ্ঠানে বাংলাদেশস্থ ব্রিটিশ দূতাবাসের আধিকারিক এইচ ই রবার্ট ডিকসন, কেমব্রিজ সিনিয়র কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীঅভিভাবক, অধ্যক্ষমণ্ডলী ও শিক্ষকগণ। সাইডার ইন্টারন্যাশনাল স্কুল অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠীর অসাধারণ নেতৃত্বে বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধান এবং যত্নের সাথে পাঠ দান করে যাচ্ছেন। শিক্ষার্থীরা তারই প্রতিদান দিয়েছে বিভিন্ন বিষয়ে দেশ সেরা হবার গৌরব অর্জন করে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং হোলিস্টিক ডেভলপমেন্টের যে ধারণা অধ্যক্ষ প্রস্তাব করেছেন শিক্ষার্থীরা তার যথাযথ বাস্তবায়ন করে চলেছে।

আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড প্রোগ্রাম বিশ্বের ৪০টি দেশের কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করে থাকে। তাদের অন্যতম লক্ষ্য শিক্ষার বৈশ্বিক উন্নতি এবং তাদের পাঠক্রম অনুসরণকারী প্রতিষ্ঠান ও ছাত্রদের যোগ্যতা এবং দক্ষতার উৎকর্ষ সাধন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা নারী শক্তির সমাবেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পাঁচ জয়িতা সংবর্ধিত