গত বছরের ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর দেশের সবগুলো ক্রীড়া সংস্থার পাশাপাশি সবগুলো ফেডারেশনের কমিটিও ভেঙ্গে দেওয়া হয়। এরপর একটি সার্চ কমিটির মাধ্যমে ফেডারেশন গুলো পুনর্গঠনের কার্যক্রম শুরু করা হয়। অবশেষে ক্রমান্বয়ে ফেডারেশন গুলোর এডহক কমিটি গঠন করা শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল পাঁচটি ফেডারেশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছে সাইক্লিং কমিটিও। আর এই সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক জাতীয় সাইক্লিষ্ট ও সিজেকেএস কাউন্সিলর আবু হেনা মোস্তফা কামাল টুলু। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল সাইক্লিং ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ১৯ সদস্যের এ কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামকে সভাপতি করা হয়েছে। উল্লেখ্য জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় একাধিকবার স্বর্ণপদক জিতেছেন সাবেক কৃতি সাইক্লিষ্ট আবু হেনা মোস্তফা কামাল টুলু। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাতীয় দলের ম্যানেজার ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। পূর্ববর্তী কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে টুলু কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামে সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন। সাইক্লিং ছাড়াও তিনি অ্যাথলেটিঙ ফেডারেশনেও দীর্ঘদিন নানা পদে দায়িত্ব পালন করেন টুলু। সাইক্লিং ফেডারেশনের আগের কমিটিতে সাধারন সম্পাদকও ছিলেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক তাহের উল আলম চৌধুরী স্বপন। জাতীয় ফেডারেশন গুলোতে ধীরে ধীরে নিজেদের জায়গা করে নিচ্ছে চট্টগ্রামের সংগঠকরা। এর আগে ঘোষিত কারাতে ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রামের আরেক ক্রীড়া সংগঠক শাহজাদা আলম।