শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে সাইক্লিংয়ে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জেতা ক্রীড়াবিদ মারুফ হোসেন বাড়ি ফিরলেন লাশ হয়ে।
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার সকালে বাড়ির কাছে চিরিরবন্দর রেল স্টেশনের অদূরে তিনি ট্রেন থেকে পড়ে মারা যান। দরিদ্র পরিবারের এই তরুণ সাইক্লিং এবং অ্যাথলেটিকসে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে বহু পদক অর্জন করেছেন। মারুফ লেখাপড়ায়ও মেধাবী ছিলেন। দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর বিডিনিউজের।
মারুফের প্রশিক্ষক জাহাঙ্গীর আলম জানান, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনিসহ তার টিম ট্রেনে ফিরছিল। মারুফ তিনটি পদক অর্জনের কারণে বেশ উৎফুল্ল ছিলেন। তাদের সবাই একসঙ্গে দিনাজপুর স্টেশনে নামার কথা ছিল। কিন্তু ট্রেন মারুফের বাড়ি চিরিরবন্দর উপজেলায় আসলে সে চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।