বাইসাইকেলে চড়ে তেতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেছেন চবির চার শিক্ষার্থী। ‘নৈতিক উন্নয়নই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার ’ এ স্লোগানে তারা ভ্রমণ উদ্যোগ শুরু করেন। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে শুরু করে গত ২৪ ডিসেম্বর তারা এটি সম্পন্ন করেন। ভ্রমণকারী শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের মাহমুদ শরীফ, মো. যায়েদ, লোক প্রশাসন বিভাগের তোফায়েল আহমেদ ও থংপং ম্রো। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেন। গত শনিবার দুপুরে টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছান তারা। এর মধ্যে প্রয়োজনীয় কাজ ছাড়া বিরতিহীনভাবে সাইকেল চালান।এ ব্যাপারে অনুভূতি প্রকাশ করে মো. যায়েদ বলেন, আমরা ছোট বেলা থেকেই পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায় পড়েছি সুজলা–সুফলা শস্য–শ্যামলা আমাদের এই দেশ। কিন্তু কখনোই দেখা হয়নি। আমার প্যাডেল চালিত দুই চাকার যান, আমাকে কখনো নিয়ে গেছে সবুজ ধানক্ষেতের মধ্য দিয়ে, কখনো নিয়ে গেছে গ্রাম–বাংলার সৌন্দর্যের মধ্য দিয়ে। আবার কখনো বা কংক্রিটের শহরের ওপর দিয়ে। তোফায়েল আহমেদ বলেন, আমাদের পরিবার, শিক্ষক–শিক্ষিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যোগাযোগ রেখেছে তাদের সহযোগিতায় আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিলো। মাহমুদ শরীফ বলেন, আমাদের লক্ষ্য পূরণের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলো মানসিক শক্তি। থংপং ম্রো বলেন, ভার্চুয়াল জগত থেকে বের হয়ে সুন্দর, সবুজের সমারোহ এই সোনার বাংলার বাস্তব সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি। বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রতিপাদ্যকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে আমাদের চবি সাইক্লিস্ট গ্রুপকে তুলে ধরার চেষ্টা করেছি।