বোধনে একজন আবৃত্তিশিল্পীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হাতেখড়ি হচ্ছে কবিতায় কথা কই মঞ্চ। এখানে আবৃত্তিচর্চা সবার জন্য মুক্ত। নিজেদের আবৃত্তিচর্চা আরো পরিশীলিত করতে সাপ্তাহিক এ আবৃত্তিসভা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। শুধু পাঠ্যপুস্তক শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমাজের মূল্যবোধকে জাগ্রত করতে হবে। গতকাল শুক্রবার দিনব্যাপী বোধন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করেছে ‘কবিতায় কথা কই’ ৩০০ তম পর্বে বক্তারা এসব কথা বলেন। এতে বোধনের ১৫০ জনেরও অধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেছে একক আবৃত্তি পরিবেশনায়। দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়েছে সকাল সাড়ে দশটায় কবিদের কবিতাপাঠ ও কথামালা পর্ব। এতে আমন্ত্রিত ছিলেন কবি হোসাইন কবির, কবি কামরুল হাসান বাদল ও কবি উৎপল কান্তি বড়ুয়া। সভাপতিত্ব করেন বোধন, চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার, স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। এরপর একক আবৃত্তি পরিবেশনা শুরু হয়। একক আবৃত্তি পরিবেশনার পরই সকালের পর্বে সাংগঠনিক আলোচনা পরিচালনায় ছিলেন সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। বিকেলে দ্বিতীয় পর্বে শুরু হয় শিশুদের একক আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে। আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, দীপ্তি রক্ষিত বনানী, এয়ারবেলের চেয়ারম্যান লায়ন জি কে লালা, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের পরিচালক বাসুদেব সিংহ, ভিজিলেন্ট গ্রুপের এমডি সৈয়দ নাফিস উদ্দিন। অনুষ্ঠানে বোধনের শিল্পীদের একক আবৃত্তি পরিবেশনের পাশাপাশি আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী দিলরুবা খানম, দেবাশীষ রুদ্র, সেলিম রেজা সাগর। সঞ্চালনায় ছিলেন বিজয় শংকর বড়ুয়া ও পূর্ণা দাস। প্রেস বিজ্ঞপ্তি।