নৃত্যাঞ্চল সঙ্গীত নিকেতনের ১৩ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। এতে করে শিশুরা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। অসাম্প্রদায়িক সংস্কৃতিক চর্চা সমাজ পরিবেশ সুসংগঠিত করে দেশের কল্যাণে শান্তি ও উন্নতি করা যায়। একটি বহুমাত্রিক শিক্ষামূলক সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল সঙ্গীত নিকেতন।
নৃত্যাঞ্চল সঙ্গীত নিকেতনের ১৩ বছর পূর্তি অনুষ্ঠান নগরীর নন্দনকাননস্থ ফুলকি এ.কে খান মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১০ মে বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠামালার মধ্যে ছিল সনদপত্র প্রদান, গুণীজন সংবর্ধনা, সমবেত তবলা লহড়া, সমবেত কথক নৃত্য, সমবেত সঙ্গীত পরিবেশনা।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এ.কে.বি.সি ঘোষ ইনস্টিটিউটের গভর্নিং বডির সদস্য ও বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের সভাপতি দোলন বিশ্বাস ও চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট তুষার সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার প্রসূন দাশ ছোটন। প্রেস বিজ্ঞপ্তি।