‘সাংস্কৃতিক উত্তরণের মধ্য দিয়েই স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে’

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো নানাভাবে আস্ফালন করছে। স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পার হলেও স্বাধীনতাবিরোধী চক্র বিএনপি-জামাত এখনো পাকিস্তানের এজেন্ডা হিসেবে কাজ করছে এবং স্বাধীনতা ও জাতির জনক নিয়ে বিরূপ মন্তব্য করতে দুঃসাহস দেখাচ্ছে। তাই বাঙালি সংস্কৃতির উত্তরণের মধ্য দিয়েই স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরের নেতৃত্বে গতকাল শনিবার কোর্ট হিলস্থ আইনজীবী সমিতির এন এন কে অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জোটের জেলার সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম বলেন, স্বাধীনতা-পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে সংস্কৃতি কর্মী ও পেশাজীবী আইনজীবীরা এক কাতারে মিলিত হয়ে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নোমান লিটন, মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন, স ম জিয়াউর রহমান, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সাজেদা বেগম সাজু, হাসান মুরাদ, গোলাম রহমান, মাসুমা কামাল আঁখি, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, বায়েজিদ ফরায়েজী, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট লুৎফুন নাহার, অ্যাডভোকেট পারভিন আক্তার নিপা প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশের পূর্ণাঙ্গ ইতিহাস ও কোহিনূর ইলেকট্রিক প্রেস
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে হযরত আলীর (রা.) আমলের কোরআন শরীফ প্রদর্শনী