বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সংস্কৃতি শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্কৃতি শাখার জ্যেষ্ঠ সদস্য অমল কান্তি নাথ। এতে অতিথি ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা এবং শোষণ–বৈষম্য, বঞ্চনার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সহ–সম্পাদক ভাস্কর রায়। বক্তব্য রাখেন সংস্কৃতি শাখার সদস্য শীলা দাশগুপ্তা, অ্যাডভোকেট শিমুল সেন, সুমন সেন, জয় সেন ও মনীষ মিত্র চৌধুরী। এতে ডা. চন্দন দাশ সম্পাদক ও ভাস্কর রায় সহ–সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।