মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩য় আন্তর্জাতিক কবি সমাবেশ গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। স্থানীয় খবরিকার উদ্যোগে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক এবারের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধক ছিলেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সেলিনা হোসেন বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন। যার ফলশ্রুতিকে আজকের এই মহান স্বাধীন দেশ পেয়েছি। কথা সাহিত্যিক কাইয়ুম নিজামীর সভাপতিত্বে, মাহবুব পলাশ ও পুশকিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির, কবি ও সাংবাদিক নেতা নাজিমুদ্দিন শ্যামল, রীতা ভৌমিক, দেবজ্যোতি কর্মকার, সুব্রত পাল, সুদীপ কুমার শাহ ও আক্তার হোসাইন প্রমুখ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। সকাল ১০টা থেকে প্রথম পর্বের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। গীতিকবি ও প্রাবন্ধিক শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং রিপন গোপ পিন্টু ও নাজমুন ফারহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী মোস্তফা আলম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর ভূঞা, গিয়াস উদ্দিন, মাস্টার রেজাউল করিম, উইন মং জলি, আমিনুর রহমান প্রামাণিক, প্রফেসর শিমুল ভৌমিক। শেষে সম্মাননা প্রদান করা হয় সেলিনা হোসেন ও প্রফেসর ডা. জামশেদ আলমকে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সুধীজনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।