সাংবিধানিক সম-অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে

হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভায় এড. রানা দাশগুপ্ত

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা ও সাংবিধানিক সম-অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছিলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাংবিধানিক সম-অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ হিন্দু ফাউণ্ডেশন মিলনায়তনে গতকাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রামের আয়োজনে সংবর্ধনার জবাবে এডভোকেট রানা দাশগুপ্ত এ কথা বলেন। ৭ ও ৮ জানুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জাতীয় সম্মলন ও কাউন্সিলে ৪র্থ বারের মত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতি প্রকৌ. পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রুবেল পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. জিনবোধি ভিক্ষু, উত্তর জেলা সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার দে, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত। অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা ও মহানগর শাখাসহ বিভিন্ন সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র দিবে ৯৬ লাখ ডোজ ফাইজার টিকা
পরবর্তী নিবন্ধহালিশহরে সুন্নি কনফারেন্স উপলক্ষে প্রস্তুতি সভা