সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন

মহানগর ১৪ দলের এক সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দল নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এক সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার চেতনা, গণতন্ত্র এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় কোনো শক্তির সাথে আপোস করা চলবে না। কোনো অবস্থাতেই সংবিধান বহির্ভূত পন্থায় নির্বাচন করা যাবে না। সারা পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ। চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, সদস্য বেলায়েত হোসেন, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, গণআজাদী লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, গণআজাদী লীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমামলার পরদিনও কাটা হয় হালদার পাড়, চলছে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধ‘ভাত দিতে দেরি হওয়ায়’ মায়ের সাথে রাগ করে গলায় ফাঁস!