সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী নীতির প্রশ্নে ছিলেন আপসহীন

নাগরিক শোক সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

পটিয়া প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকীর নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, সাংবাদিক হারুন একজন চারণ সাংবাদিক ও নীতির প্রশ্নে ছিলেন আপসহীন। সাংবাদিকতার ইতিহাসে তিনি ব্যতিক্রমী মানুষ ছিলেন। তাঁর সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক গুণাবলির কারণে তিনি সকলের কাছে আদর্শ হয়ে থাকবেন। শুক্রবার পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু। কমিটির সমন্বয়ক আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর। বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, অধ্যাপক আবু জাফর চৌধুরী, প্রদীপ দাশ, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক আবদুল আলীম,অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাজেদা বেগম শিরু, অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, অলক দাশ, এম এন এ নাছির, আ ম ম টিপু সুলতান চৌধুরী, মোহাম্মদ ছৈয়দ, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অরুণ মিত্র, শ্যামল দে, সরওয়ার কামাল রাজীব, নুরুল ইসলাম, আবদুল হাকিম রানা, শৈবাল বড়ুয়া, ইদ্রিস পানু, সাইফুল্লাহ পলাশ, নুরুল আলম ছিদ্দিকী, জসিম উদ্দিন, আহমদ উল্লাহ, নজরুল ইসলাম, পলাশ রক্ষিত, ইশরাক হাসান ছিদ্দিকী, নয়ন শর্মা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসতেজের শিশু পুষ্টিহীনতা দূরীকরণ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির সিন্ডিকেট সভা