সাংবাদিক হাউজিং সোসাইটিতে স্মরণসভা

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির উদ্যোগে গত ২৬ মার্চ সোসাইটির অফিসে ফ্ল্যাট মালিক মোহাম্মদ হাশেম চেয়ারম্যানের স্মরণ সভা অ্যাডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন, সাংবাদিক শতদল বড়ুয়া। আলোচনায় অংশ নেন সাংবাদিক সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইরফান রেজা খান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সোসাইটি জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার কবির চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহাবুর উল আলম, সাংবাদিক গোলাম নবী, অধ্যাপক হাসানুল করিম, অধ্যাপক শামসুল আলম তালুকদার, কেজিডিসিএলসিবিএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মরহুমের সন্তান শাহারিয়ার মাহামুদ, ইসমাম মাহামুদ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রাশেদুল হাসান কাদেরি। শুরুতে কোরআন তেলাওয়াত করেন নায়েবে ইমাম হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাশেমী দরবারে ৫০০০ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলার দুই আসামি রাহাত্তারপুল থেকে গ্রেপ্তার