সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যেগে গত ২ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন শায়খ সৈয়দ হাসান আযহারী।
অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গণি মনসুর, প্রবীণ সাংবাদিক মাহাবুব উল আলম, শামসুল হক হায়দরী, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা, ইসকান্দর আলী চৌধুরী, সিরাজুল করিম মানিক, জাফর হায়দার, মোহাম্মদ জহির, ছরোয়ার কবির চৌধুরী প্রমুখ। আলোচনায় অংশ নেন শেখ মোহাম্মদ ইমরান হুসাইন ক্বাদেরী, হাফেজ মোহাম্মদ রাশেদুল হাছান কাদেরী, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন জাহাঙ্গীর, ইরফান রেজা খান, সৈয়দ গোলাম নবী, অধ্যাপক জিবরান আলম, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইনজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন হোসাইন প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।