সাংবাদিক হাউজিং সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপদেষ্টা পরিষদের সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর। এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, উপদেষ্টা ছরওয়ারুল কবির চৌধুরী, মোক্তার আহমেদ ও মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ইরফান রেজা খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক সাংবাদিক শতদল বড়ুয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক হাসানুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ছৈয়দ গোলাম নবী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ হানিফ খন্দকার, সহঅর্থ সম্পাদক মোহাম্মদ তারিক ইমাম, নির্বাহী সদস্য হামিদুর রহমান, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আলমগীর সিকদার এবং মোহাম্মদ রফিক।

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন