সাংবাদিক সুজয় মহাজনের পিতৃবিয়োগ

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা ঝুন্টু পদ মহাজন পরলোকগমন করেছেন। গত সোমবার দুপুর একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি ১৯৪৭ সালের নভেম্বর চট্টগ্রামের রাউজান থানাধীন বিনাজুরী ইউনিয়েনর নতুন মহাজন বাড়িতে জন্মগ্রহণ করেন।
তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলোর বাণিজ্য সম্পাদক সুজয় মহাজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুবীর মহাজনের পিতা। প্রয়াত ঝুন্টু পদ মহাজনের শেষকৃত্য অনুষ্ঠান সোমবার রাতে বিনাজুরী তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরফিক উল্লাহ
পরবর্তী নিবন্ধ‘মাদরাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার’