সাহিত্যিক ও সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও কৃতী শিক্ষাথী সংবর্ধনা সংগঠনের সভাপতি শামীম আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় গত ৩০ ডিসেম্বর গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস আর সিদ্দিকী সাইফ। উদ্বোধক ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি।
প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দীন আহমেদ। বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সদস্য উদয় দত্ত অর্ক, সাবেক ইউপি সদস্য মো. ইয়াছিন, গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দীন, সহ সভাপতি আবু মুসা সিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুর, সাংবাদিক এম রমযান আলী, মো. বেলাল উদ্দীন, আনোয়ার হোসেন শাওন, নেজাম উদ্দীন রানা, হাবিবুর রহমান আনছারী, আমির হামজা, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, মো. মনিরুজ্জামান, সৈয়দ আবদুল্লাহ রশিদী, প্রিয়ম দে, ফিরোজুল ইসলাম চৌধুরী, মো. হাবিবউল্লাহ, শেখর ঘোষ আপন, রফিকুল ইসলাম, তানভীর সিদ্দিকী টিপু, জীবন ফকির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দীন। অনুষ্ঠানে উদীচী শিল্পী সংসদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












