সাংবাদিক শাকিল ও ফারজানা রুপার জামিন স্থগিত

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে বিষয়টি আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে আগামী ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক গতকাল এই আদেশ দেন। খবর বাসসের।

আদেশের বিষয়টি জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মামুন মাহবুব। গত ২০ জানুয়ারি এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্র পক্ষ।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা সত্ত্বেও হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধব্যাংকে থাকা এস কে সুর পরিবারের লকার জব্দের আদেশ