চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরীর পিতা শ্রীপদ রায় চৌধুরী (৯৬) গতকাল সোমবার সকাল ৯টায় বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনীস্থ গ্রামের বাড়িতে পরলোকগমন করেছেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।