সাংবাদিক মো. মাহবুব উল আলমের দাফন সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর নিবাসী প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজাদীর সাবেক সহকারী সম্পাদক মো. মাহবুব উল আলমের দাফন গতকাল মঙ্গলবার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। বাদ যোহর স্থানীয় আবদুস সোবহান কেরানির বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জনাযার নামাজ ইমামতি করেন শাহজাহান শাহ (.) জামে মসজিদের খতিব হাফেজ শিব্বির আহমেদ ওসমানী। জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। গত সোমবার তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির জামে মসজিদে সকাল ৯টায় প্রথম জানাযা, পরে বাদ জোহর এনায়েতপুর গ্রামের বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধওচমান বিন আফফান মাদ্রাসায় হিফজ সম্পন্নকারীদের পাগড়ি প্রদান
পরবর্তী নিবন্ধপাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২