সাংবাদিক মোসলেম খানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

| মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আজ দৈনিক দেশের কথা ও সাপ্তাহিক রায়হানের সম্পাদক মোহাম্মদ মোসলেম খানের ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিস্থ মরহুমের বাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য তাঁর আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য যে, মোহাম্মদ মোসলেম খান আজীবন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং চট্টগ্রামের সাংবাদিকতা চর্চায় প্রভূত অবদান রাখেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির উদ্যোক্তা। মোসলেম খান পিআইবি এবং চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সম্মাননা প্রাপ্ত সাংবাদিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর