সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব অ্যাকাউন্টে রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ টাকা

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগসিআইডি। এ বিষয়ে আদালতের আদেশের ১৮ দিন পর গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, এসব অ্যাকাউন্টে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা স্থিতি রয়েছে।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের একজন বিচারক গত ৫ মে এসব অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার আদেশ দেয়। বিষয়টি প্রকাশ করতে বিলম্বের কারণ জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, আদালতের আদেশের পর পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ করতে কিছুটা সময় লেগেছে। খবর বিডিনিউজের।

মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামে একটি সংবাদমাধ্যমের সম্পাদক। আর কবির হোসেন তাপস এমএস প্রমোশনাল নামে একটি বিজ্ঞাপনী সংস্থার স্বত্ত্বাধিকারী। সিআইডি বিজ্ঞপ্তিতে বলছে, মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেন। অবৈধভাবে উপার্জিত অর্থ তারা নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছিলেন মর্মে সিআইডির কাছে অভিযোগ এলে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানকালে অনুসন্ধানকারী কর্মকর্তা মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য পর্যালোচনা দেখতে পান যে, বিভিন্ন ব্যাংকে মোট ৪৬টি ব্যাংক হিসাবে খোলা হয়েছে। যার মধ্যে বর্তমানে ৩৫টি ব্যাংক হিসাব চালু রয়েছে।

হিসাব খোলার তারিখ থেকে এসব অ্যাকাউন্টে মোট ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার আট টাকার লেনদেন হওয়ার তথ্য তুলে ধরে সিআইডি বলেছে, তাদের বিচারে এসব লেনদেন সন্দেহজনক। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা স্থিতি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে উক্ত ব্যাংক হিসাব সমূহের লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত কর্মকর্তা আদালতে লেনদেন অবরুদ্ধ করার আবেদন করেন। আবদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে সালমানের ছেলে-ভাতিজার দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড উপকূলে ১৯ কিমি জুড়ে বেড়িবাঁধের ভাঙন