নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দীন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাঁশখালী প্রেস ক্লাব। গত মঙ্গলবার সকাল ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক দিলীপ তালুকদার, যুগ্ম আহ্বায়ক অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক কল্যাণ বড়ুয়া মুক্তা, শফকত হোসাইন চাঁটগামী, আব্দুল মুলব কালু, শাহ মো. শফিউল্লাহ, আবদুল জব্বার, আবু বক্কর বাবুল, জোবাইর চৌধুরী, মুহাম্মদ মিজান বিন তাহের, সৈকত আচার্য্য, হিমেল বাপ্পা, শিব্বির আহমদ রানা, মো. আফনান চৌধুরী, মো. রিয়াদুল ইসলাম প্রমুখ।