হাটহাজারী ২নং ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রাম নিবাসী প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলমের স্ত্রী বেগম লুৎফর নাহার (৭০) গতকাল শনিবার নগরীর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহ…রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল এনায়েতপুরস্থ গ্রামের বাড়িতে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাছাড়া হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দ বেগম লুৎফর নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।












