সাংবাদিক মনছুর প্রেসিডেন্ট ও ফয়সাল সেক্রেটারী

চট্টগ্রাম রোটারি সেন্টারের নির্বাচন সম্পন্ন

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

রোটারিয়ান সাংবাদিক ওসমান গণি মনছুর (রোটারি ক্লাব অব ইসলামাবাদ) ও রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সল (রোটারি ক্লাব অব রিভারাইন হালদা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম রোটারি সেন্টারের প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. নঈম উদ্দিন ও নির্বাচন কমিশনার ফরহাদুল ইসলাম, নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি রোটারিয়ান আলতাফ মোহাম্মদ হান্নান (রোটারি ক্লাব অব ইসলামাবাদ), সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান শায়লা মাহমুদ (রোটারি ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেন), অর্থ-সম্পাদক রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান (রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেইজ), নির্বাহী সদস্য-১ রোটারিয়ান ফাতেমা জেবুন্নেছা (রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটারফল), সদস্য-২ রোটারিয়ান খনরঞ্জন রায় (রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা), সদস্য-৩ রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন (রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল), সদস্য-৪ রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী (রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট), সদস্য-৫ রোটারিয়ান সুধীপ কুমার চন্দ্র (রোটারি ক্লাব অব চিটাগাং পাইনিয়ার), নোমিনি নির্বাহী সদস্য ডোনার রোটারিয়ান আবু তৈয়ব (রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ), নমিনি নির্বাহী সদস্য রোটারি ক্লাব প্রতিনিধি রোটারিয়ান রাশেদুল আমিন (রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা)। রোটারি সেন্টারের বর্তমান প্রেসিডেন্ট মোঃ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সেক্রেটারী রির্পোট পেশ করেন রোটারিয়ান দেবদুলাল ভৌমিক, ট্রেজারার রির্পোট পেশ করেন রোটারিয়ান সুদীপ কুমার চন্দ। আলোচনা করেন রোটারিয়ান ক্যাপ্টেন আজিজুল ইসলাম, রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, রোটারিয়ান আবদুল রাজ্জাক, রোটারিয়ান এ এম এম মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতায় পথচলা চবি আবৃত্তি মঞ্চ
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন