সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

সাহিত্যিক ও সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নগরীর কাজীর দেউড়িস্থ বাসায় তাঁর পারলৌকিক চিত্ত প্রবাহের মঙ্গল কামনায় সংঘদান ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

সংঘদান ও স্মরণ সভায় ভিক্ষুসংঘ এবং আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মসূচির মধ্যে আছে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণ সভা ও ধর্মালোচনা, সংঘদানানুষ্ঠান। সাহিত্যিক সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া কর্মজীবনের শুরুতে শিক্ষকতা হলেও সাংবাদিকতায় তিনি দীর্ঘ ৪৫ বছর দৈনিক আজাদীতে অতিবাহিত করেন। সাহিত্যের বিভিন্নধারায় তাঁর সাবলিল দৃপ্ত পদচারণায় বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। ইতিমধ্যে তাঁর প্রায় ২৫ টির মতো বই প্রকাশিত হয়েছে। সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক তাঁর বর্ণাঢ্য সাহিত্যকৃতি ও সমাজসেবার কর্মকান্ডকে ধরে রাখতে ওয়েবসাইট প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের নিয়ে শীতার্ত মানুষকে কম্বল উপহার দিল বান্দরবান জেলা পুলিশ
পরবর্তী নিবন্ধখাজা গরীবে নেওয়াজের ওরশ মাহফিল ও আলোচনা সভা