সাংবাদিক প্রজেশ চক্রবর্তীর মৃত্যু

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তীর বড়ভাই প্রজেশ চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা, স্ত্রী, ২ ভাই, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রজেশ চক্রবর্তীর মৃত্যুতে প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে গভীর শোক জানিয়েছেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে সরকারের ঋণসীমা বাড়ানোর বিল পাস
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা আবদুল আহাদের ইন্তেকাল