দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি পলাশ বড়ুয়া (৪৯) মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পারিবারিক সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় পলাশ বড়ুয়া হঠাৎ হিটস্ট্রোক করেন। তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। একই দিনই রাতে উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মারা যান তিনি। ঢাকা থেকে মরদেহ নিজ বাড়িতে আনার পর পারিবারিকভাবে ধর্মীয় নিয়ম অনুসারে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
পলাশ বড়ুয়া স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একাধারে কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। পলাশ বড়ুয়ার মৃত্যুতে খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।












