নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় সাংবাদিক পরিচয়ে মাদক পাচারের সময় হাবিবুল ইসলাম (২৯) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় তার কাছ থেকে ৪৫২৫ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ প্রসঙ্গে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহ আমানত সংযোগ সড়কে বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা কলেজ ব্যাগের ভেতর থেকে ৪৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও (কক্সবাজার-ল-১১-৪৬৭৬) জব্দ করা হয়। সহকারী পরিচালক নূরুল আবছার আরও জানান, আটক হাবিবুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৮ হাজার টাকা এবং জব্দকৃত মোটর সাইকেলের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।