নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরফিন নগর এলাকা থেকে মদ্যপ অবস্থায় সাংবাদিক পরিচয় দেওয়া দুই মাতালকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো সৌরভ দাশ (৩৫) ও মো. আসাদুজ্জামান (৪০)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, মদ্যপ অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। তাদের আদালতে তোলা হলে আদালত কারাগারে প্রেরণ করেন।












