দৈনিক আজাদীর সিনিয়র সম্পাদনা সহকারী নুর সুলতান কুতুবীর স্ত্রী, নগরীর পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক খালেদা ইয়াসমিন (৬২) গতকাল রাত পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি পশ্চিম বাকলিয়া আবদুল আজিজ ডিএসপি বাড়ির মরহুম গোলাম কাদেরের প্রথম কন্যা। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ রোববার সকাল ১১টায় পূর্ব বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
খালেদা ইয়াসমিনের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি কলিম সরওয়ার ও চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।